ঢাকা, ২৩ অক্টোবর বুধবার, ২০২৪ || ৮ কার্তিক ১৪৩১
good-food
৪৩১

প্রধান বিচারপতির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ৬ মার্চ ২০২০  

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের শতাধিক বিচারপতি।

 শুক্রবার  দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। পরে সমাধি  সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -সহ স্থানীয় বিচারকরা  উপস্থিত ছিলেন।

জানা গেছে,সুপ্রিম কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির নেতৃত্বে শতাধিক বিচারপতি টুঙ্গিপাড়ায় আসেন।